EIIN : 117819 School code :5282 College code: 7314

লক্ষ্য (Goals)


1. শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা।
2. আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা।
3. নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম তৈরি করা।
4. শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সমান গুরুত্ব প্রদান।
5. স্থানীয় ও জাতীয় উন্নয়নে অবদান রাখতে সক্ষম দক্ষ মানবসম্পদ তৈরি।

উদ্দেশ্য (Objectives)


1. শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার প্রতি অনুপ্রাণিত ও উৎসাহিত করা।
2. সৃজনশীল ও ব্যবহারিক শিক্ষার প্রসার ঘটানো।
3. শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলী বিকাশ করা।
4. সমাজসেবা, পরিবেশ রক্ষা ও মানবিক কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা।
5. শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখা।